নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : জাতীয় দৈনিক সবুজ বাংলা পত্রিকার ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ই ডিসেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবুজ বাংলা পত্রিকা ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক দৈনিক নতুন দেশ পত্রিকার জেলা প্রতিনিধ ইয়ারব হোসেন, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য আহসানুর রহমান রাজিব প্রমুখ।
বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জমকালো এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির জয়েন্ট সেক্রেটারি মোঃ আমিরুল ইসলাম বাবু, দৈনিক কালের সমাজ বার্তা পত্রিকার সম্পাদক এম রফিক, সাবেক নির্বাহী সদস্য ও বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধ গোলাম সারোয়ার, আব্দুল আলিম, গোলাম মোস্তফা, মাহফিজুল ইসলাম আক্কাস, ইব্রাহিম খলিল, জাকিরুল ইসলাম শরীফ, মোঃ হাফিজুর রহমান, আবু জাফরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজান আলী মিঠন। শেষে দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মাওলানা আনিসুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
ক্রাইম বার্তা