শোক সংবাদ মাসুদুর রহমান স্যারের আব্বার ইন্তেকাল

দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ
কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ফতেপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাসুদুর রহমান স্যারের পিতা মোঃ আইয়ুব আলী কারিকর (৭৬) ইন্তেকাল করেছেন। বুধবার (১৭ ই ডিসেম্বর) ফজরের নামাজ শেষে বাসায় যাওয়ার পথে হঠাৎ পড়ে যান। আশেপাশে লোকজন ছুটে আসে এবং তাকে বসিয়ে বাসায় খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে বাসায় নেয়া হয় । অবস্থা বেগতিক দেখে দ্রুত ডাক্তারকে খবর দিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন । তাৎক্ষনিক বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়লে এলাকায় একটি শোকের ছায়া নেমে আসে। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর তার জানাযার নামাজ ফতেপুর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা – ৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতের মনোনীত সম্মানিত প্রার্থী হাফেজ, মাওলানা,মুফতি মুহাদ্দিস রবিউল বাশার । এসময় তিনি মুসুল্লিদের উদ্দেশ্যে বলেন, মৃত্যু হলো আমাদের জন্য একটা শিক্ষা সকলকে একদিন এই পৃথিবী ছাড়তে হবে । আমরা যেহেতু নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেই সেহেতু আমাদের উচিত আল্লাহর বিধান ও রাসূলের নির্দেশ মতো চলা। অন্যথায় কবর আমাদেরকে ছাড়বেনা । কবর হল প্রথম ঘাঁটি সেখানে তিনটি প্রশ্ন করা হবে দুনিয়াতে যদি আল্লাহর হুকুমের বাহিরে চলি তাহলে আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারবোনা । তাই আসুন সকলেই আল্লাহর দেয়া বিধান ও রাসূলের নির্দেশ মতো জীবনযাপন করে দুনিয়াতে ও আখেরাতে কল্যাণকামী হয় ।
পরে তিনি আত্মার মাগফিরাত কামনা করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য শেষ করেন ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *