দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ
কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ফতেপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাসুদুর রহমান স্যারের পিতা মোঃ আইয়ুব আলী কারিকর (৭৬) ইন্তেকাল করেছেন। বুধবার (১৭ ই ডিসেম্বর) ফজরের নামাজ শেষে বাসায় যাওয়ার পথে হঠাৎ পড়ে যান। আশেপাশে লোকজন ছুটে আসে এবং তাকে বসিয়ে বাসায় খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে বাসায় নেয়া হয় । অবস্থা বেগতিক দেখে দ্রুত ডাক্তারকে খবর দিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন । তাৎক্ষনিক বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়লে এলাকায় একটি শোকের ছায়া নেমে আসে। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর তার জানাযার নামাজ ফতেপুর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা – ৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতের মনোনীত সম্মানিত প্রার্থী হাফেজ, মাওলানা,মুফতি মুহাদ্দিস রবিউল বাশার । এসময় তিনি মুসুল্লিদের উদ্দেশ্যে বলেন, মৃত্যু হলো আমাদের জন্য একটা শিক্ষা সকলকে একদিন এই পৃথিবী ছাড়তে হবে । আমরা যেহেতু নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেই সেহেতু আমাদের উচিত আল্লাহর বিধান ও রাসূলের নির্দেশ মতো চলা। অন্যথায় কবর আমাদেরকে ছাড়বেনা । কবর হল প্রথম ঘাঁটি সেখানে তিনটি প্রশ্ন করা হবে দুনিয়াতে যদি আল্লাহর হুকুমের বাহিরে চলি তাহলে আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারবোনা । তাই আসুন সকলেই আল্লাহর দেয়া বিধান ও রাসূলের নির্দেশ মতো জীবনযাপন করে দুনিয়াতে ও আখেরাতে কল্যাণকামী হয় ।
পরে তিনি আত্মার মাগফিরাত কামনা করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য শেষ করেন ।
ক্রাইম বার্তা