উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বেলা ৩টায় উপজেলা ডিজিটাল কর্ণারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি অর্ণব দত্ত। সভায় সদস্য-সচিব হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং বোর্ডের সদস্য সচিব মোঃ শরীফুল ইসলাম।

সভায় বক্তারা শিশু আইন ২০১৩-এর আলোকে সুবিধাবঞ্চিত শিশু এবং আইনের সংস্পর্শে আসা শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ঝরে পড়া শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে ১ জন সুবিধাবঞ্চিত ও ২ জন পথশিশুর সম্পূর্ণ সরকারি খরচে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক ও শিশু কর্মকর্তা মোঃ বশিয়ার রহমান।

সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. দিলারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্ক কর্মকর্তা মমতাজ খাতুন এবং কমিটির অন্যান্য মনোনীত সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *