মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
কালিগঞ্জে ১৮-ডিসেম্বর জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কালিগঞ্জে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে। এমপাওয়ার প্রকল্পের আওতায় ইউএন উইমেনের সহায়তায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি)-এর আয়োজনে বৃহস্পতিবার কালিগঞ্জ উপজেলা মাঠে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর,নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আকতার। তিনি তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশেষ করে নারীদের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিসিপির সিনিয়র ডেপুটি ডাইরেক্টর বাদল হালদার। মেলার সার্বিক সহযোগিতা প্রদান করে কালিগঞ্জ উপজেলা প্রশাসন।
মেলার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের মধ্যে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা জলবায়ু ও টেকসই জীবিকায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় একটি বর্ণাঢ্য র্যালি মেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা মাঠে এসে শেষ হয়। সরকারি ও বেসরকারি সংস্থার মোট আটটি স্টলে জেন্ডার ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে মেলাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। একই সঙ্গে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাটিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।
ক্রাইম বার্তা