সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি:“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস–২০২৫ ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী কর্মীর পরিবারকে সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র‍্যালি শেষে অতিথিবৃন্দ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, ইসলামী ব‍্যাংক বাংলাদেশ পিএলসি’র ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুজ্জামান হাওলাদার, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরার এমআরএসসি কোঅর্ডিনেটর মোঃ হুমায়ুন রশীদ,আল-নূর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিকীসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দক্ষ জনশক্তি তৈরি হলে বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।
অনুষ্ঠান শেষে আফসানা আখতার, মোঃ আব্দুল্লাহ, যোবায়ের আহসান এ ৩ জনকে প্রতিবন্ধী চেক ও তানভীর ফুয়াদকে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয় এবং সেরা রেমিট্যান্স প্রেরণকারী আবুল হোসেন, মোঃ কামরুজ্জামান, উলফাতুন্নেসা ৩ জন কর্মীদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ মনিরুজ্জামান সাতক্ষীরা জেলা তথ্য অফিস।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *