সাতক্ষীরায় স্টাফ এর বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) এর আয়োজনে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন স্টাফ এর সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওবায়দুল্লাহ, স্টাফ এর সহ-সভাপতি মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক ও লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সংগঠনের সদস্য ব্যাংকার শাহিনুর রহমান, জাফর ইকবাল, জিএম সালাহ উদ্দীন, মো. সাইফুর রহমান প্রমুখ।
১৯ ডিসেম্বর স্টাফের উদ্যোগে কেজি ওয়ান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত (সাতক্ষীরা সদর-দেবহাটা) ৭০০জন শিক্ষার্থী এবং শ্যামনগর উপজেলায় অংশ নিচ্ছে ১০০০ জন শিক্ষার্থী। শিক্ষার মান উন্নয়নে ও লেখা-পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণে ২০০২ সাল থেকে স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) সাতক্ষীরার আয়োজনে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এ সময় স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) সাতক্ষীরার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্রাইম বার্তা