আশাশুনি সদর প্রতিনিধি।। নিয়োগবিধি সংশোধন,বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন,শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে কালো ব্যাচ ধারন ও দোয়া অনুষ্ঠান করেছে উপজেলার স্বাস্থ্য সহকারীরা।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচী পালন করে।
কর্মবিরতীর কারনে উপজেলার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে। ফলে বহু মা ও শিশু নিয়মিত টিকাদান সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত,প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে,নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতাসংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান,ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া,পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা,সকল স্বাস্থ্য সহকারী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা,বেতন স্কেল পুর্ননিধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা ও ইতোমধ্যে ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেয়া।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ গোলক চন্দ্র বিশ্বাস ও স্বাস্থ্য সহকারী মোঃ সাইফুল্লাহ হাসানসহ উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগন অংশ নেন।
ক্রাইম বার্তা