কৃষি জমিতে লবণ ও চিংড়ি চাষ বন্ধ না হলে খাদ্য নিরাপত্তা হুমকিতে

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : কৃষি জমিতে লবণ, কাঁকড়া ও চিংড়ি চাষের আগ্রাসন বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলার নওয়াবেঁকী বাজারসংলগ্ন এলাকায় এ মানববন্ধন হয়।
কোস্ট ফাউন্ডেশন ও উদয়ন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন বয়সী শতাধিক নারী অংশ নেন। এ সময় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষি জমিতে লবণাক্ত পানি প্রবেশ করিয়ে চিংড়ি ও কাঁকড়া চাষের ফলে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং মাটির উর্বরতা হারিয়ে যাচ্ছে। এতে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে এবং কৃষিনির্ভর মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘমেয়াদে এ পরিস্থিতি স্থানীয় জনগোষ্ঠীকে চরম ঝুঁকির মুখে ফেলছে বলে তারা মন্তব্য করেন।
বক্তারা জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমিতে লবণ, কাঁকড়া ও চিংড়ি চাষ বন্ধের দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য কার্যকর আইন প্রণয়ন, বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। স্থানীয় জনগোষ্ঠীর সম্মতি ছাড়া ভূমি ব্যবহার পরিবর্তন বন্ধ করে কৃষি কার্যক্রম পুনরুদ্ধারের দাবিও তুলে ধরা হয়।
উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদের সভাপতিত্বে এবং কোস্ট ফাউন্ডেশনের এম এ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় নারী প্রতিনিধি ঝরনা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইসলাম মনির, জনপ্রতিনিধি শওকাত হোসেন, তারুণ্যের প্রতিনিধি ইমরান পারভেজ, উন্নয়নকর্মী শিবু প্রসাদ বৈদ্য ও নাজমা আবু।
ভুক্তভোগী নারীরা বলেন, লবণাক্ততা বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চলে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন। স্বাস্থ্যঝুঁকি বাড়ার পাশাপাশি কৃষিনির্ভর পরিবারগুলো এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। গর্ভবতী নারী ও শিশুরা অপুষ্টিতে ভুগছে এবং এর সঙ্গে বাল্যবিয়ের ঝুঁকিও বাড়ছে বলে তারা অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তারা প্রাকৃতিক দুর্যোগের বাস্তবতা বিবেচনায় স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় জোনভিত্তিক কৃষি, কাঁকড়া ও চিংড়ি চাষের ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেন। একই সঙ্গে উপকূলীয় বাঁধ সংরক্ষণে নদী থেকে বালু উত্তোলন বন্ধ, পানির সংকট নিরসন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে খাল খনন ও পুনঃখনন এবং এক ফসলি জমিকে সারা বছর চাষের আওতায় আনার কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *