বাগেরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (০৩ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মূলঘর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম।এ অনুষ্ঠান পরিচালনা করেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাভোকেট হিটলার গোলদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশিষ কুমার নন্দী, ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা, নৃ-গোষ্ঠী কমিটির সভাপতি সঞ্জিত পাত্র, সুকান্ত পাত্র সহ বিভিন্ন ইউপি সদস্য/সদস্যা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী গন।

এদিন ৩০জন শিক্ষার্থীর মাঝে ১লক্ষ ৮হাজার টাকা শিক্ষাবৃত্তি ও ৫জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। শিক্ষাবৃত্তি ও বাইসাকেল পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি হয়েছে।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।