ইবিতে ‘ভারতীয় পুরুষতান্ত্রিক সংস্কৃতির প্রতি কমলা দাসের মনোভাব’ শীর্ষক সেমিনার

শাহীন আলম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে “ভারতীয় পুরুষতান্ত্রিক সমাজ ও সংস্কৃতির প্রতি কমলা দাসের মনোভাব: নারীবাদী দৃষ্টিকোণ থেকে তার কবিতার একটি সমালোচনা মূলক অধ্যায়ন” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদের সঞ্চালনা ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. মেহের আলীর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শাহাদাত হোসাইন আজাদ। অনষ্ঠানটির সুপারভাইজ করেন অধ্যাপক ড. মোছা: সালমা সুলতানা। সেমিনারে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ ইসমেত জেরিন খান
ভারতীয় পুরুষতান্ত্রিক সমাজ ও সংস্কৃতির প্রতি কমলা দাসের মনোভাব: নারীবাদী দৃষ্টিকোণ থেকে তার কবিতার একটি সমালোচনা মূলক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।