পানিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন চিশতি

নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে শহরের ইটাগাছা এলাকায় ২শতাধিক পানিবন্ধী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তাসকিন আহমেদ চিশতি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক শিহাবুজ্জামানসহ অনেকে।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তাসকিন আহমেদ চিশতি বলেন, অতি বৃষ্টি ফলে সাতক্ষীরা পৌরসভা সহ ইউনিয়নে মানুষ পানিবন্দী। এই পানিবন্দী মানুষের এতোটাই দুর্যোগে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।

এমনতা অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে এই পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারই অংশ হিসেবে আজকে ২শতাধিক পানিবন্দী পরিবার কে চাল, ডালসহ অন্য খাদ্যসামগ্রী তারেক রহমানের বার্তা পৌঁছে দিয়েছি।

তিনি আরও বলেন, পানিবন্ধী মানুষের জন্য সাতক্ষীরার প্রশাসনের কোনো ভূমিকা নেই। এই পানি নিষ্কাশন করতে হলে দুটি প্রকল্প বাস্তবায়ন করতে হবে প্রাণসায়ের খাল খনন এবং ড্রেনেজ ব্যবস্থা করতে হবে।

প্রাণসায়ের খাল যদি বৃষ্টির আগে খনন করা হতো এবং শহরের বাইপাস সড়কে কালভার্ট নির্মাণ করা হতো তাহলে আজ সাতক্ষীরা পৌরসভার ৫০হাজার মানুষ জলবদ্ধতা থেকে মুক্তি পেতো।

জলবদ্ধতার কারণে মানুষের শরীরে ঘা, পাঁচড়া রোগ হচ্ছে। সাতক্ষীরার প্রশাসনসহ সিভিল সার্জনকে বলা সত্যও কোন ঔষধ সামগ্রী দেওয়া হয়নি এখনো পর্যন্ত।

সরকারের উপদেষ্টাদের কাছে অনুরোধ করবো অনতিবিলম্বের সাতক্ষীরার ড্রেনেজ সিস্টেম তৈরি করে পানি নিষ্কাশন করার জন্য।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *