সাতক্ষীরায় এনসিপির জুলাই পদযাত্রা শনিবার, দুই স্থানে হবে পথসভা

আগামী ১২ জুলাই সাতক্ষীরায় আসছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে খুলনা থেকে এসে তারা পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে সকাল ৯টায় পৌঁছাবেন।

দলের কেন্দ্রীয় নেতাদের সফরকে ঘিরে সাতক্ষীরায় চলছে জোর প্রস্তুতি। এনসিপি সাতক্ষীরা জেলা কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ অঙ্গ-সংগঠনগুলোর অংশগ্রহণে ইতোমধ্যে ১৭টি উপ-কমিটি গঠন করে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

সফরের অংশ হিসেবে কুমিরায় সংক্ষিপ্ত পথসভা শেষে নেতারা সাতক্ষীরা শহরের খুলনার রোড মোড়ে উপস্থিত হবেন। বেলা ১১টায় শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত হবে প্রধান পথসভা, যেখানে জুলাই ২০২৪ সালের আন্দোলনে আহত ও শিহীদ পরিবারদের সঙ্গেও সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় নেতারা। সভা শেষে শহরের নিউমার্কেট হয়ে হাটের মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ সময় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় দলের সাতক্ষীরা জেলা কার্যালয় উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের আল বারাকা শপিং সেন্টারের পিজ্জা মিলান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাতক্ষীরা জেলা এনসিপির নেতারা।

এনসিপির সাতক্ষীরা জেলা প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু বলেন, আমরা বিশ্বাস করি, সাতক্ষীরায় এই প্রথম এতগুলো কেন্দ্রীয় নেতার সমাবেশ হতে যাচ্ছে। আপনারা সকলে আমাদের পাশে থাকলে এ অনুষ্ঠান সফল হবে।

আগত নেতাদের মধ্যে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, ডা. তাসনিম জারা, সামান্তা সারমিন, আরিফুল ইসলাম আদীবসহ প্রায় দেড় শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক মেসবাহ কামাল মুন্না এবং কেন্দ্রীয় সদস্য ডা. মনিরুজ্জামান।

দলীয় নেতারা জানান, জনতার আন্দোলনে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি জনতার রাজনীতি করতে চায়। তাই মাঠে থেকে মানুষের কথা শুনতে ও তাদের সঙ্গে সংহতি জানাতেই এই সফরের আয়োজন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *