বিয়ের অপরাধে প্রাণ গেল যুবকের: যশোরে বন্ধুর হাতে নৃশংস খুন

যশোর সংবাদদাতা : যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পরিবারের অভিযোগ—কৌশলে ফোন করে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এ নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত আশরাফুল ইসলাম বিপুল যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। জীবিকার তাগিদে এসিআই গ্রুপের ডিপোতে শ্রমিকের কাজ করতেন।
নিহতের পিতা আখতার হোসেন জানান, হামলাকারী শহরের ষষ্ঠীতলা এলাকার বাপ্পী ও নিহত বিপুল পূর্বে বন্ধু ছিলেন। বাপ্পী মাদকাসক্ত ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়লে তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। পরে সুমাইয়ার সঙ্গে বিপুলের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে বাপ্পী। একাধিকবার বিপুল ও সুমাইয়াকে হত্যার হুমকি দেয় এবং বাড়ির সামনে বোমা নিক্ষেপের ঘটনাও ঘটায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
পরিবারের দাবি, শনিবার রাতে কৌশলে এক ব্যক্তির ফোনে ডেকে নিয়ে ষষ্ঠীতলা এলাকায় বিপুলের ওপর হামলা চালায় বাপ্পী ও তার সহযোগীরা। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *