মধু মাস উৎযাপনে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে অনন্য আয়োজন

নিজস্ব প্রতিনিধি :
টেবিলের উপর থরে থরে সাজানো তিনশ প্রকারের খাবার। শিক্ষার্থী থেকে অতিথি সকলেই সারিবদ্ধভাবে পছন্দ মত খাবার সংগ্রহ করে খাচ্ছেন। এ যেন এক অনন্য আয়োজন। মধু মাস উৎযাপদন উপলক্ষে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ মঙ্গলবার এ আয়োজন করে।

সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আয়োজনের উদ্বোধন করেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের অধ্যক্ষ কামাল উদ্দীন ফারুকী, পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স, বাহাউদ্দীন ফারুকীসহ স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।

মধু মাস উৎযাপনের আয়োজনে পাবলিক স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে আম,জাম, লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলের ডালি সাজানো হয়। এছাড়া ছিলো নুডুলুস, কেক, কাচ্চি বিরিয়ানি, খিচুড়ি, মাংসসহ প্রায় তিনশ প্রকারের খাবারের সমন্বয়। ব্যতিক্রমী এ আয়োজনে অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেছে।

Please follow and like us:

Check Also

গ্রীষ্মের তাপদাহে .. সাতক্ষীরার ২৭টি নদী ও ৪২৯টি খাল শুঁকিয়ে গেছে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জনজীবন

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা :  প্রখর রৌদ্র, গ্রীষ্মের তাপদাহ ও বৃষ্টিপাতের দেখা না মেলায় সাতক্ষীরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।