তালায় সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: তালায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মাদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
রবিবার (১৪জুলাই) বিকালে তালা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে কোরআন তেলোওয়াত, স্মরণ সভা, মিলাদ মাহফিল, দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাপা নেতা আনছার আলী সরদারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসান ও তথ্য যোগযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমার হাবিব, বিএম বাবলুর রহমান, জাতীয় সৈনিক পার্টির সভাপতি রফিকুল ইসলাম খাঁ, তেতুঁলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও তালা উপজেলার সহ-সভাপতি এড. জিল্লুর রহমান, জাতীয মৎস্যজীবি পার্টি তালা উপজেলা শাখার সভাপতি আবু হায়াত নিকারী।
বক্তব্য রাখেন, জাপা নেতা হায়দার আলী, আব্দুর রহমান শেখ, রহমত আলী গোলদার, মো. ময়েন সরদার, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, তালা সদর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি লিটন হুসাইন, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন যুব সংহতির সভাপতি কাজী আসাদ, যুবনেতা মো. বাহারুল ইসলাম, আসাদুল ইসলাম, মতিয়ার রহমান সরদার, ধানদিয়া ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সি.সহ-সভাপতি আহসান হাবীব প্রমুখ। স্মরণ সভার শুরুতে পবিত্র কুরআন তেলোওয়াত করেন ভায়ড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আলতাফ হোসেন হেলালী। মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আব্দুল আলিম।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *