পাইকগাছায় নোটিশ জারী করায় গ্রামপুলিশকে মারপিটের অভিযোগ

ক্রাইমবার্তা রিপোট:পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় নোটিশ জারী করায় এক গ্রামপুলিশকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের। ঘটনাটি উপজেলার গদাইপুর গ্রামে। থানার অভিযোগ সূত্রে জানা যায়,
পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের হাকিম মোড়লের পুত্র ছোবারেক মোড়ল শনিবার সকালে একই এলাকার ফজলে উদ্দীন দপ্তরীর পুকুরের উত্তর পাশে সরকারী রাস্তার গাছ কাটছিল। এ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় গ্রামপুলিশ মৃত কেসমত আলী গাজীর পুত্র আব্দুল মালেক গাজী ইউনিয়নের পরিষদের নোটিশ নিয়ে ছোবারেকের নিকট যায়। এ সময় ছোবারেক গ্রামপুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সে প্রতিবাদ করলে দুর্দান্ত ও সন্ত্রাসী প্রকৃতির সরকারী গাছ কর্তনকারী ছোবারেক গ্রামপুলিশকে বেদম মারপিট করে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করে। এ ঘটনায় গ্রামপুলিশ বাদী হয়ে ছোবারেকের নামে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছে।20

পাইকগাছায় এক ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পায়তারার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় বন্দোবস্তপ্রাপ্ত সম্পত্তি থেকে এক ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করার জন্য প্রভাবশালী সৈয়দ আলী নির্যাতন পূর্বক বিভিন্নভাবে হয়রানীমূলক মামলা করে উচ্ছেদ করার পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, পাইকগাছা উপজেলার পৌর সদরের সরল গ্রামের হাশেম সরদারের পুত্র সবুর সরদার ও তার স্ত্রী মমতাজ বেগম ২০০৬ সালে সরল মৌজায় ৭৭৫ ও ৭৭৪ দাগে ০৮ শতক জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত পেয়ে ঘর¬বাড়ী নির্মাণ পূর্বক ভোগ দখল করে আসছে। যার বন্দোবস্ত দলিল নং- ২২১৩/০৬, তারিখ- ১১/০৭/২০০৬। বন্দোবস্ত মামলা নং- ৮৮৮/২০০০-০২, জেলা প্রশাসক পত্র নংং- ৩৪৭/০৫। জমি বন্দোবস্তপ্রাপ্ত হওয়ার পর উপজেলা ভূমি অফিস থেকে সার্ভেয়ার জাহাঙ্গীর জরিপ পূর্বক সবুরকে দখল বুঝিয়ে দেন। সেই থেকে সবুর ঘর-বাড়ী নির্মাণপূর্বক ভোগ দখল করে আসছেন। কিন্তু পার্শ্ববর্তী মাস্টার সৈয়দ আলী মোড়ল ভূমিহীন সবুরের বন্দোবস্ত জমির উপর নজর পড়েছে। সে ঐ জমি আত্মসাৎ করার মানসে সবুর ও তার পরিবারকে বিভিন্ন নির্যাতন চালিয়ে ও বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। সবুর এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।