হবিগঞ্জে ৫ ঘণ্টায় ১৬ ভোট

হবিগঞ্জ বানিয়াচং উপজেলার মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুটি বুথে ৫ ঘণ্টায় মাত্র ১৬টি ভোট পেড়েছে। এ দুটি বুথে মোট ভোট রয়েছে ৯৩৭টি। এ দুটি বুথে বিভিন্ন প্রার্থীর এজেন্ট দায়িত্ব পালন করছেন ৯ জন। আর পোলিং অফিসার রয়েছেন ৬ জন। এ কেন্দ্রে ৬টি বুথের সবগুলোতে মোট ৭ শতাংশ ভোট পড়েছে।

পোলিং অফিসার শিখা রানী দাস বলেন, তার বুথে মোট ভোটার আছেন ৪৬৪ জন। কিন্তু বেলা ১টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ৬ জন।

বেবী রানী পাল বলেন, তার বুথে মোট ভোট রয়েছে ৪৭৩টি। কিন্তু বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১০টি।  ভোটার আসছে না।

জানা গেছে, এ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৬৯৯ জন। এ সময়ে ভোট পড়েছে ২০৫টি

Please follow and like us:

Check Also

গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে সাতক্ষীরায় ‘শহীদী মার্চ’  পালিত

সাতক্ষীরা প্রতিনিধি: কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ পালিত হয়েছে সাতক্ষীরায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে শহীদী মার্চের কর্মসূচি পালন করে। সমাবেশে সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘‘শহীদ শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।