ঘরে বসে আজ থেকে সাতক্ষীরার সব থানায় অনলাইনে জিডি

সাতক্ষীরা প্রতিনিধি:  আজ থেকে ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে সাতক্ষীরার যে কোন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে। পুলিশি সেবা ডিজিটালাইজেশন ও জনবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের উদ্যোগে সাতক্ষীরায় চালু হলো অনলাইনে সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা।

সাতক্ষীরা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ইতোপূর্বে অনলাইনে কেবলমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। তবে রোববার (২০ জুলাই ২০২৫) রাত ১২টা ১ মিনিট থেকে (অর্থাৎ ২১ জুলাই ২০২৫ থেকে) জেলার সব থানায় সব ধরনের জিডি অনলাইনে করার ব্যবস্থা চালু হয়েছে। এই সেবা ব্যবহার করে এখন চুরি, জবরদখল, হুমকি, পারিবারিক দ্বন্দ্বসহ অন্যান্য সাধারণ বিষয়েও ঘরে বসেই থানায় জিডি করা যাবে। এই সেবা গ্রহণের জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর কিছু সহজ ধাপে অ্যাপে রেজিস্ট্রেশন করে জিডি সম্পন্ন করা যাবে।

এদিকে, জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন আর সাধারণ মানুষকে থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জনগণের দোরগোড়ায় নিরাপত্তা সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। জেলা পুলিশের এই উদ্যোগে নাগরিকরা স্বচ্ছ, সহজ ও সময় সাশ্রয়ী পদ্ধতিতে পুলিশি সেবা গ্রহণ করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *