পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের ওপর বোয়ালিয়া ব্রিজের পূর্বপাশে সংযোগ সড়কের দক্ষিণ পাশের বালি ধসে গেছে। এতে বড় গর্তের সৃষ্টি হয়ে রাস্তা ভেঙ্গে হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভারি বৃষ্টিতে বালি ধসে গর্তটি আরো বড় হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
সরেজমিনে দেখা যায়, বোয়ালিয়া ব্রিজের পূর্বপাশের বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পার্শ্বে সংযোগ সড়কের পাশের বালি ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েক দিনের ভারী বৃষ্টিতে সড়কের পাশের বালি ধসে যাওয়ায় গর্তটি আরো বড় হচ্ছে। এতে সড়ক ধসের শঙ্কা দেখা দিয়েছে।
এ ব্রিজ দিয়ে প্রতিদিন মটর সাইকেল, ভ্যান, কার, মাইক্রো, পিকআপ, ট্রাকসহ শত শত যানবাহন চলাচল করছে। গর্তটি আরো বড় হলে সড়কটি ভেঙে যাবে। এতে এ পথে চলাচলের সময় যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনার কবলে পড়তে পারে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ শাফিন শোয়েব জানান, কয়েক মাস আগে সড়ক সংস্কার করা হয়েছে। একটানা ভারি বৃষ্টিতে সড়কের পাশের বালি ধসে যাওয়ায় গর্ত হয়েছে। খুব তাড়াতাড়ি ভাঙা গর্তটি সংস্কার করা হবে।
ক্রাইম বার্তা