ফুলকুঁড়ি” সাতক্ষীরা শাখার উদ্যোগে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :
“ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি,
করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি”—
এই আবেগঘন চিত্রকল্পকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে সাতক্ষীরা মোসলেমা একাডেমি প্রাঙ্গণে, ২৩ জুলাই (মঙ্গলবার) সম্প্রতি ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফুলকুঁড়ি সাতক্ষীরা শাখার সহকারী পরিচালক ফুয়াদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মোসলেমা একাডেমির শিক্ষক জনাব আলাল হোসেন ও শিল্পী রাশেদুজ্জামান সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , যে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমাদের ছাত্র – ছাত্রীরা জীবন দিয়েছে পিতা-মাতা তাদের সন্তান হারা হয়েছে সন্তানরা তাদের পিতা-মাতা হারা হয়েছে । এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন আমাদের দেশে আর কখনো না হয় । দেশের দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, খুবই সতর্কতার সাথে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এগুলো পরিচালনা করতে হবে । তিনি আরো বলেন, মানবিক মূল্যবোধ, দুর্যোগে সহমর্মিতা ও কিশোরদের মাঝে নৈতিকতা বোধ জাগ্রত করার জন্য বিশেষ ভাবে ভূমিকা রাখতে হবে ।
অনুষ্ঠানের শেষাংশে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *