কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত‍‌‌ 

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ,  সাতক্ষীরা।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অগ্রসর মহিলা কর্মীদের নিয়ে নলতা অডিটোরিয়ামে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত‍‌‌ হয়েছে।
 ২৬ জুলাই(শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ  উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের পরিচালনায় ও নায়েবে আমীর জনাব মাওঃলিয়াকত আলী  সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন  সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জননেতা জনাব মাওঃ আজিজুর রহমান।বিশেষ অতিথিদের মধ্যে  আলোচনা করেন বাংলাদেশে জামায়াতে  ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা কাজী মোজাহিদুল আলম,বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,উপজেলা সূরা ও  কর্ম পরিষদ সদস্য আবু ইসলাম,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সহকারি সেক্রেটারি আরিজুল ইসলাম, শাহ সিদ্দিক,প্রভাষক মামুন বিল্লাহ,মুজিবুর রহমান,মহিউদ্দিন সিদ্দিকী, শাহিনুর রহমান,কাওসার আলী প্রমুখ
  বক্তব্যে বক্তারা কমেডি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের নবী-রাসূল ও সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করে এবং যুগে যুগে পৃথিবীর বিভিন্ন স্থানে আবির্ভূত মহামনিষীদের দেখানো পথে চলতে হবে। ব্যক্তিগত জীবনে নিজেদের আত্নগঠন করতে হবে।
মানুষকে আল্লাহর দিকে আহবান করতে হবে। ইহকলীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে,
সবশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবির পরিসমাপ্তি  হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *