ভিটা বাড়ি জবর দখল করতে বাড়ি ঘর ভাংচুর থানায় মামলা আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি :  ভিটা  বাড়ির জমি বিরোধকে কেন্দ্র  করে বাড়ি ও রান্না ঘর ভাংচুরসহ মালামাল  ও নগদ টাকা  লুট, থানায় মামলা দায়ের। মামলা সুত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের আকবর আলী পুত্র ভূমিদসা ও আওয়ামী লীগের কর্মি হওয়ায় তার ছোট ৬ ভাই এর জমি জবর দখলসহ ঘর বাড়ি ভাংচুর করে। এতে তারা বাধা প্রদান করলে তাদেরকে সায়েস্তা করার জন্য একাধিক মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোসহ আওয়ামী লীগের ভাড়া টিয়া সন্ত্রাসীদের দিয়ে কয়েক বার ছোট ভাইদের পরিবারের উপর হামলা করে মারাত্মক আহত করে। এনিয়ে ভুক্তভোগী আনোয়ারা খাতুন বাদি হয়ে সাতক্ষীরা আদালতে আবু বকর ও তার স্ত্রী মনোয়ারার বিরুদ্ধে মামলা করে যার নং সি আর ৩৮৩/২৩। এতে ক্ষিপ্ত হয়ে সুচতুর আবু বকর বিভিন্ন ভাবে গভীর সড়যন্ত্র করতে থাকে এবং একের পর এক ৭ টি মিথ্যা মামলা করে জেল হাজতে প্রেরণ করে ছোট ভাইদের। এতে ছোট ভাইদের ঘায়েল করতে না পেরে শুক্রবার সন্ধ্যায় আবু বকর ও তার বউ মনোয়ারা, নজরুলসহ কয়েকজন ভাড়া টিয়া মাস্তান নিয়ে আবু সাঈদ এর বসত বাড়ি ও রান্না ঘর ভাংচুর করে এবং বিভিন্ন মালামাল লুট করে ও ৩৫ হাজার চার শত টাকা বাক্স ভেঙ্গে নিয়ে যায়। যাওয়ার সময় ঐ সন্ত্রাসীরা টিভি, ফ‍্যান, সোকেছ, মিকসেফসহ বাড়ির বিভিন্ন আসবাপত্র ভাংচুর করে সাড়ে ৩ লক্ষ টাকার মত মালামাল ক্ষতি সাধন করে। এসময় সাঈদ এর স্ত্রী বাধা দিতে গেলে তাকে খুন বা হত্যা করার হুমকি দেয়। বর্তমানে সাঈদ এর পরিবার বর্ষায় পলিথিনের টোং করে উঠানে  খুবই কষ্টের মধ্যে আছে। এবিষয়ে ভুক্তভোগী আবু রাহান, রিজাউল ইসলাম,আনোয়ারা খাতুন বলেন  ঐ জমিতে সাতক্ষীরা আদালত এর নিষেধ আঙ্গা ভঙ্গ করে আবু বকর গায়ের জোরে ঘর বাড়ি ভাংচুর করে। একজন মামলাবাজ সে কথায় কথায় মিথ্যা মামলা দেয় এবং আমাদের  ভিটা বাড়ি গ্রাস করার জন্য আমাদের উপর ব‍্যাপক জুলুম অত‍্যাচার করছে। যার কারণে আমাদের ঘর বাড়ি ভেঙ্গে ভিটে থেকে উচ্ছেদের চেষ্টা করছে। ঘর বাড়ি ভাংচুর এর দায়ে আবু বকর ও তার বউ মনোয়ারা, নজরুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজন এর নামে  সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন আবু সাঈদ যার মামলা নং জি আর ৬০ /২৫। সাতক্ষীরা থানা পুলিশ এই মামলায় মনোয়ারাকে শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে আটক করে জেল খানায় প্রেরণ করেছে বলে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক নিশ্চিত করেন।

২৬/৭/২৫

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *