সাবেক সাংসদ হাবিবের সুস্থতা কামনায় জেলা সাংবাদিক ফোরাম

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাবেক সাংসদ ও বিএনপির এই কেন্দ্রীয় নেতার সুস্থতার জন্য সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজি: নং ৫৮৩/০৪) এক বিবৃতি প্রদান করেছে।
বিবৃতিদাতাদের মধ্যে আছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু। সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *