খাদ্য গুদামের ঝাড়ুদারের ১০মাসের বেতন গায়েব

কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর সরকারি খাদ্য গুদামে মাষ্টার রোলে চাকরি করা ঝাড়ুদার দেবলা দাসির ১০ মাসের বেতন গায়েব হয়ে গেছে। দশ মাস কাজ করলেও তাকে বেতন দেওয়া হয়নি। তবে, সম্প্রতি মাষ্টাররোলে স্বাক্ষর নিয়ে তার বেতন উত্তোলন করা হলেও সেই টাকা তাকে প্রদান করা হয়নি।

সংশ্লিষ্ট অফিসের একাধিক সুত্রে জানা গেছে, গত ১০ মাস যাবত ফান্ড না থাকায় দেবলা দাসিকে দুর্ভোগের মধ্যে চাকরি করতে হয়েছে। সম্প্রতি সরকারিভাবে ফান্ড চালু হওয়ার পর গুদাম কর্মকর্তা তার নাম বেতনশীটে পাঠান। তার নামে বেতনও এসেছে এবং সেই টাকা উত্তোলন করে নেয়া হয়েছে।

দেবলা দাসি জানান, স্বামী দুলাল মন্ডলের মৃত্যুর পর থেকে তিনি গোডাউনে কাজ করে আসছেন, তার কোন সন্তান নাই। ফান্ড না থাকায় গত দশ মাস তিনি বেতন পাননি। সম্প্রতি ফান্ড আসার পর তার বেতন এসেছে বলে তিনি শুনেছেন, তারপরও তিনি বেতনের টাকা পাননি।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম শামীম হোসেন বলেন, দেবতা দাসির বয়স হয়েছে, তার চাকরি নাই, তার বেতন অন্য লোককে দিয়ে দেয়া হয়েছে। একজনের বেতন অন্য জনকে স্বাক্ষর ছাড়া দেওয়া যায় কিনা জানতে চাইলে তিনি বলেন আমি একজনকে চাকরি দিয়েছি। বেতন তাকেই দেওয়া হয়েছে। অপরদিকে গুদাম কর্মকর্তার অফিস সুত্র জানায়, বেতন শীট দেবলা দাসির নামে করা হয়েছে এবং তার নামেই বেতন এসেছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *