কালিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে চেতনানাশক, লুটপাট

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জুলফিকার আলী সাপুইয়ের বাড়িতে চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করার পর লুটপাট করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে। এ ঘটনায় মোঃ জুলফিকার আলী সাপুই (৬৫) ও তার স্ত্রী সালেহা বেগম (৫৮) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ঘুমিয়ে থাকা জুলফিকার আলী সাপুই ও তার স্ত্রীর উপর চেতনানাশক দ্রব্য স্প্রে করে। এর প্রভাবে তারা সম্পূর্ণভাবে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও স্বজনরা তাদের দু’জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে নলতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *