শ্যামনগরে প্যান্ডামিক ফিসারিজ অভিযোগে মামলা দায়ের 

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারসংলগ্ন “প্যান্ডামিক ফিসারিজ লিমিটেড” নামের একটি বেসরকারি মৎস্য প্রকল্প অবৈধভাবে দখল ও কয়েক কোটি টাকার মাছ লুটপাটের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রকল্প কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেছে।
৩০ জুলাই (বুধবার) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটির ম্যানেজার ও শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল কাইয়ুম বলেন, ৩১২ জন ভূমি মালিকের কাছ থেকে ১৫ বছরের জন্য (২০২০-২০৩৫) লিজ নেওয়া এই প্রকল্পে ২৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এনআরবিসি ব্যাংক থেকে নেওয়া হয়েছে ১৬ কোটি টাকার ঋণ। নিয়মিতভাবে লিজের অর্থ পরিশোধ করা হচ্ছে। জমির লীজ ডিড সূত্রে আগামী ২০৩৫ সাল পর্যন্ত প্রকল্পটির বৈধ লিজ মেয়াদ রয়েছে।
তিনি অভিযোগ করেন, তিন কোটি টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল ও সালাউদ্দিন শাওনের নেতৃত্বে একটি চক্র প্রজেক্টটি দখলে নিতে চায়। এ নিয়ে শ্যামনগর থানায় জিডি (নং-৮৫, তাং ০২/০৭/২০২৫) এবং সাতক্ষীরা জেলা জজ আদালতে দেওয়ানি মামলা (মামলা নং-৭৫, তাং ০২/০৭/২০২৫) দায়ের করা হয়।
কাইয়ুম আরও জানান, ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত ধারাবাহিকভাবে সশস্ত্র হামলা চালিয়ে শতাধিক পুকুরে বেড়জাল ফেলে প্রায় ১০-১২ কোটি টাকার মাছ লুটে নেওয়া হয়। আরও ৩০ লাখ টাকার মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় সাইট ম্যানেজার আলমগীর কবিরের দায়েরকৃত মামলায় (মামলা নং-২৪, তাং ১৬/০৭/২০২৫) ৩০ জনের নাম উল্লেখসহ ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অভিযোগ রয়েছে, অভিযুক্তদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং এখনো প্রকল্পটি অবৈধভাবে দখলে রেখে মাছ লুট করছে।
প্রকল্প কর্তৃপক্ষ দাবি করছে, এটি শুধু একটি বিনিয়োগ প্রকল্প নয়, বরং সরকারের উন্নয়ন ও স্থিতিশীলতার বিরুদ্ধে ষড়যন্ত্র। কাইয়ুমের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রকল্পটি অবৈধ দখলমুক্ত করতে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *