শ্যামনগরের চিকিৎসকের বিরুদ্ধে খুলনার পুরোনো ভিডিও ব্যবহার করে অপপ্রচার

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালানো হচ্ছে অপপ্রচার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নারী ও মাদকসহ চিকিৎসক আটক’ শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়, যা প্রকৃতপক্ষে খুলনার একটি পুরোনো ঘটনার ভিডিও বলে প্রমাণিত হয়েছে।
জানা গেছে, শ্যামনগর কেন্দ্রিক কয়েকটি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ও পেজ থেকে ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে নারী ও মাদকের সঙ্গে আটক করা হয়েছে। তবে সরেজমিনে গিয়ে এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্যামনগর হাসপাতালে এমন কোনো ঘটনা কখনও ঘটেনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান বলেন, “আমার নজরে এসেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে একটি ভিত্তিহীন ভিডিও ছড়ানো হচ্ছে। আমাদের হাসপাতালে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা বহুদিন ধরে এই দুর্গম এলাকায় মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করছি। একটি স্বার্থান্বেষী মহল হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং চিকিৎসকদের মানহানি ঘটাতে এই অপপ্রচারে লিপ্ত।”
এ বিষয়ে চিকিৎসক সুমন রায় জানান, “ভিডিওতে যে ব্যক্তিকে দেখানো হয়েছে, সেটি আমি নই। আমি এই হাসপাতালে নবাগত, তাই সবাই আমাকে চেনেন না। সেই সুযোগে আমাকে লক্ষ্য করে এই অপপ্রচার চালানো হচ্ছে।”
প্রকাশিত ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, সেটি ২০২০ সালের ৯ নভেম্বর খুলনার ‘হেলথ গার্ডেন’ নামে একটি বেসরকারি হাসপাতালের সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানের দৃশ্য। ওই ঘটনায় কোনো চিকিৎসকের সংশ্লিষ্টতা ছিল না বলেও নিশ্চিত হওয়া গেছে। মামলাটি এখনো খুলনার আদালতে বিচারাধীন এবং অভিযুক্তদের তালিকায় কোনো চিকিৎসকের নাম নেই।
অনুসন্ধানে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতাল ঘিরে চলা অসাধু দালালচক্রই এই ভিডিওকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ছড়াতে তৎপর। স্থানীয় সচেতন মহল এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *