মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশক্রমে সারা বাংলাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের জহুরুল হক অডিটরিয়ামে জলবায়ু পরিবর্তন ও জনসচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তব্য অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। তিনি বলেন জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশে অতি বৃষ্টি ও অনাবৃষ্টি সৃষ্টি হচ্ছে। অপরিকল্পিতভাবে গাছ কাটা তার একটি প্রধান কারণ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার। “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই নয়,স্থানীয় উদ্যোগ ও আবশ্যক” বিষয়ের উপরে বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের সবুজ দল পক্ষে এবং বিপক্ষে অবস্থান করেন বিদ্যালয়ের লাল দল। যুক্তি তর্ক, যুক্তি খন্ডন, বিষয়বস্তুর গভীরতা উপর তীব্র প্রতিযোগিতায় বিদ্যালয়ের লাল দল জয়ী হন। সেরা বিতার্কিক নির্বাচিত হন পূজা রানী সরকার। পক্ষ দলের বিতার্কিক ছিলেন সুরাইয়া আক্তার মীরা,জান্নাতুল নাঈমা ও প্রমিতা কর্মকার (দলনেতা) এবং বিপক্ষ দলের মরিয়ম খাতুন,হারিসুন আক্তার মিম ও পূজা রানী সরকার (দলনেতা)।
বিচারকের দায়িত্ব পালন করেন ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা
লফনাজ পারভিন ও সিনিয়র শিক্ষক রবিনচন্দ্র লস্কর। এছাড়া উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন নীলা পারভীন সপ্তম শ্রেণী,আফসানা আক্তার মিম ষষ্ঠ শ্রেণি ও ইয়াসমিন সুলতানা ষষ্ঠ শ্রেণী।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম আকরাম হোসেন।
ক্রাইম বার্তা