দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন সখিপুর খানবাহাদুর আহছানউল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানাজী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান প্রভাষ কুমার মন্ডল, দেবহাটা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তাজুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানভীর আহমেদ, মুজাহিদ বিন ফিরোজ, সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন প্রমুখ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *