কোস্ট গার্ডের অভিযানের সুন্দরবন থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

সুন্দরবনের মাউন্দে নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৩১ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাউন্দে নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে তাদের আত্মসমর্পণ আহ্বানে কোস্টগার্ড দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এসময় সন্দেহভাজন ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে বনের ভেতর পালিয়ে যায়।

পরবর্তীতে ব্যাগটিতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *