পাটকেলঘাটায় মোটরভ্যান চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

পাটকেলঘাটা থানার ধানদিয়া অশোক মোড় বাজারে মোটরভ্যান চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছে এক চোর। পরে পুলিশের হস্তক্ষেপে তাকে আটক করে থানায় নেওয়া হয়। শুক্রবার  (১ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে ।
জানা গেছে, পাটকেলঘাটার শানতলা গ্রামের বাসিন্দা ভ্যানচালক মিলন তার ভ্যানটি বাজারে রেখে জমিতে কাজ করতে যান। এই সুযোগে ভ্যানটি চুরি করে পালানোর চেষ্টা করে বাগেরহাট জেলার ফকিরহাট থানার দিয়া গ্রামের মহসিন মোড়লের ছেলে বাবু।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবু আগে চুরির মামলায় জেলে ছিলেন। সেখানে তার পরিচয় হয় তালা উপজেলার গোনালি বাজার সংলগ্ন গ্রামের সুমন সদ্দারের সাথে। সেই বন্ধুত্বের সূত্র ধরেই বাবু গত ৩১ জুলাই সুমনের বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সকালে তারা একসাথে একটি পালসার মোটরসাইকেলে ধানদিয়া বাজারে যান এবং সেখান থেকে মিলনের মোটরভ্যানটি চুরি করে পালানোর চেষ্টা করেন।
চুরির ঘটনা দেখে স্থানীয় লোকজন ধাওয়া করলে সুমন মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান, কিন্তু চোর বাবু ধরা পড়ে যায়। পরে উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দেয় এবং ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চোর বাবুকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, ঘটনাটি সত্য এবং দুপুর ২টার দিকে আটক চোরকে চুরির মামলায় আদালতে পাঠানো হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *