সাতক্ষীরায় জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ

ছাত্র-জনতার গৌরবময় গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের অংশ হিসেবে শনিবার (২ আগস্ট) সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক এক অনন্য অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি) রিপন বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহবায়ক মো. আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম প্রমুখ।

অভিভাবক সমাবেশে ৩৬ জুলাই আন্দোলনের অন্যতম অধ্যায় “জুলাই আন্দোলন”- এর সঙ্গে যুক্ত থাকা আহত যোদ্ধারা এবং তাঁদের মায়েরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ‘জুলাইয়ের মায়েরা’ আন্দোলনের সময়কার স্মৃতি, ত্যাগ, ভয়াবহতা ও সাহসিকতার বর্ণনা তুলে ধরেন।

তাঁরা বলেন, আমাদের সন্তানরা দেশের জন্য বুক পেতে দিয়েছিল, আর আমরা দিয়েছি তাদের সাহস, অনুপ্রেরণা ও আশ্রয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে জাতির গর্ব, ত্যাগ ও সাহসিকতার প্রতীক এই মায়েদের প্রতি সম্মান জানানো হবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *