ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত, হারান সভাপতি ও হারুন সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি: ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি: নং খুলনা-১১৫৫) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট, ২০২৫) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে হারান চন্দ্র ঘোষ (চেয়ার প্রতীক) সভাপতি এবং মোঃ হারুনার রশিদ (হারিকেন প্রতীক) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন কার্যালয় কর্তৃক প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে হারান চন্দ্র ঘোষ ৫১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম মোটরসাইকেল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯৭ ভোট।
সহ-সভাপতি পদে মোঃ হারুন অর রশিদ (তুহিন) টেবিল ফ্যান প্রতীক নিয়ে ৫৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ আলিম গরুর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ আলম হরিণ প্রতিকে পেয়েছেন ৩৭৮ ভোট।
সহ সাধারণ সম্পাদক পদে মোঃ সিরাজ মোল্যা টিউবওয়েল প্রতীকে ৬২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আঃ আলিম বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৬ ভোট।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন: সাংগঠনিক সম্পাদক: মোঃ শওকত আলী (কাপ পিরিচ) ৬৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুর রহমান রাজু খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৫ ভোট।
কোষাধ্যক্ষ: হাফিজুল ইসলাম (কবুতর), ৬৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সুজিত কুমার (মিঠু) শাপলা প্রতীকে পেয়েছেন ১৬০ ভোট। প্রচার সম্পাদক: মোঃ মুনছুর আলী গাজী (ফ্রিজ) ৫৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাবিক হোসেন মাইক প্রতীকে পেয়েছেন ৪৯৬ ভোট।
দপ্তর সম্পাদক: মোঃ আসাদুল ইসলাম (মোরগ), ৫৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ ইয়াছিন আলী প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৪৯৭ ভোট।
সমাজকল্যাণ সম্পাদক: মোঃ আবুল কাশেম কলস প্রতীকে ৫৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার তার প্রতিদ্বন্দ্বী মোঃ সাদেক আলী গাজী (মই) প্রতিকে পেয়েছেন ৪৬৫ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ জসিম উদ্দীন বল প্রতীকে ৬৭৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হযরত আলী (তালগাছ)পেয়েছেন ৩৪৩ ভোট। কার্যনির্বাহী সদস্য: কামরুজ্জামান হুক প্রতিকে ৭৮২ ভোট, রাকিবুল হাসান হারুন গোলাপফুল প্রতিকে ৭০৬ ভোট, এবং মোঃ আঃ সাত্তার পটো কোদাল প্রতীকে ৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিজয়ীরা আগামী তিন বছরের জন্য ইউনিয়নের দায়িত্ব পালন করবেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মোঃ ইসরাইল গাজী এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে শ্রী পরিতোষ ঘোষ নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *