কপোতাক্ষ নদের ধর্ম পীরের দরগা এলাকা থেকে মোজাম গাজীর ম*র*দেহ উদ্ধার খুলনা, হাইলাইটস

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের ধর্ম পীরের দরগা সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে মোজাম গাজী (৭২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, নদীর তীরে মরদেহটি মুখ ও বুক পানির নিচে ছিল, ফলে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত মোজাম গাজী সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত ফজর গাজীর ছেলে। তিনি পাইকগাছা বাজারের এক ফল ব্যবসায়ী ভাইপো মফিজুলের কাছে যাওয়ার জন্য সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হন। তবে খেয়া না পেয়ে সাঁতার কেটে নদ পার হওয়ার চেষ্টা করেন। এ সময় স্রোতের টানে তিনি তলিয়ে যান। পরে ধর্ম পীরের দরগা সংলগ্ন এলাকায় মরদেহটি ভেসে ওঠে।
নৌ পুলিশের ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুস সবুর জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এরপর সেটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় অনেকেই প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করলেও পুলিশ বলছে, ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
প্রসঙ্গত, কপোতাক্ষ নদে দুর্ঘটনার এমন ঘটনা আগেও ঘটেছে, বিশেষত খেয়াঘাটে সুরক্ষার অভাব ও সাঁতার না জানা অনেকেই এ ধরনের ঝুঁকি নিয়ে থাকেন, যা বড় ধরনের দুর্ঘটনায় রূপ নেয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *