মানিকগঞ্জে উমা দেবী হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি

মানিকগঞ্জে উমা দেবী হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি

০৬ জুন ২০১৭,

 ক্রাইমবার্তা রিপোট

মানিকগঞ্জে উমা দেবী হত্যা ও ডাকাতির মামলার ফাঁসির দণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামির মধ্যে কারাগারে থাকা তিনজনকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হয়।

ইত্তেফাকের সিংগাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তীর মা উমা দেবী হত্যা ও ডাকাতি মামলায় পাঁচজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর এই রায় দেন।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন ইছাক ভূইয়া (৪০), ইমান আলী (৪৫), বাচ্চু (৪৫), শহিদুল ইসলাম (৪০) ও নান্নু মিয়া (২৪)।

২০১০ সালের ৯ আগস্ট রাতে সিংগাইর পুকুরপাড় এলাকায় উমা দেবীকে তাঁর নিজ বাড়িতে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। এ সময় তারা ওই বাড়ি থেকে ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনার পরের দিন উমা দেবীর ছেলে মানবেন্দ্র চক্রবর্তী সিংগাইর থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা করেন।

২০১১ সালের ২৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুস সালাম আদালতে ওই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

পাঁচ আসামির মধ্যে তিনজনের উপস্থিতিতে আদালত আজ এই রায় দেন। মামলার দুই আসামি ইমান আলী ও নান্নু মিয়া জামিন নিয়ে পলাতক রয়েছেন।

আদালতে রাষ্ট্রপ‌ক্ষে ছিলেন মথুর নাথ এবং আসামি প‌ক্ষে শুনানি করেন মেজবা উদ্দিন আহ‌মেদ।

Please follow and like us:

Check Also

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইইউ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার ইউরোপীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।