৩৬ জুলাই ঐক্য সংসদের আত্মপ্রকাশ: আহবায়ক আব্দুর রহিম ,সদস্য সচিব সোহাইল মাহাদিন

৩৬ জুলাই ঐক্য সংসদের আত্মপ্রকাশ: আহবায়ক আব্দুর রহিম ,সদস্য সচিব সোহাইল মাহাদিন।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং ঐক্যকে ধরে রাখার জন্য সাতক্ষীরায় সকল দল-মত নির্বিশেষে জুলাই যোদ্ধাদের নিয়ে ৩৬ জুলাই ঐক্য সংসার নামে রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে।

সোমবার ( ৪ আগস্ট) সাতক্ষীরা জেলার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৫ঃ৩০ মিনিটে সাবেক সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন রনির সঞ্চালনায় জুলাই আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিএল গবেষক আব্দুর রহিমকে আহ্বায়ক এবং সাবেক সাতক্ষীরা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহাইল মাহাদিনকে সদস্য সচিব করে “৩৬ জুলাই ঐক্য সংসদ “নামক সংগঠনটির ৩৬ জন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে।

আহ্বায়ক আব্দুর রহিম বলেন, আমরা ৩৬ জুলাই ঐক্য সংসদ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী ,আহত ও পঙ্গুত্ববরণকারী সকলের অবদান এবং জুলাই স্মৃতিকে ধরে রাখার জন্য এবার রাজনৈতিক সংগঠনটি সাতক্ষীরার সকল জুলাই যোদ্ধাদেরকে নিয়ে করার সিদ্ধান্ত নেয়। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই আত্মপ্রকাশ। এই আহ্বায়ক কমিটিতে সকল রাজনৈতিক দল থেকে জুলাই যোদ্ধাদেরকে নেয়া হয়েছে এবং সাতক্ষীরায় জেলার যারা বাইরে গণঅভ্যুত্থানে অবদান রেখেছে তাদেরও কমিটিতে রাখা হয়েছে।

তিনি আরো বলেন ,আমরা এই ঐক্য সংসদের মাধ্যমে সাতক্ষীরা জেলাকে একটি সুন্দর এবং বৈষম্যহীন জেলা বিনির্মাণ করতে চাই। আমাদের এই সংসদের কাজ হবে যেখানে দুর্নীতি,চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটরাজ, ঘুষ চলতে থাকবে সেখানেই কঠোরভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং কোন ফ্যাসিবাদী শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য কাজ করা।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *