সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধ দমন, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম, চোরাচালান প্রতিরোধ, অনলাইন জুয়া, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার রোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সকল স্টেকহোল্ডারের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রতিনিধি, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের নায়েবে আমীর শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হাশেম, পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের তত্ত্বাবধানে সঞ্চালিত হয়। সভায় উপস্থিত সবাই সাতক্ষীরা জেলায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় যৌথ প্রচেষ্টার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ভবিষ্যতেও জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে কার্যক্রম অব্যাহত থাকবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *