ছাত্রশিবির ট্যাগিংকে গুরুত্বই দেয় না: কেন্দ্রীয় সভাপতি জাহিদুল

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ট্যাগিংয়ের রাজনীতি করে শিবির সময় নষ্ট করবে না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজ দলের এজেন্ডা বাদ দিয়ে অন্য দলের সমালোচনায় ব্যস্ত থাকে। এ ধরনের রাজনীতির অবসান ঘটানোর জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছে।

আজ (সোমবার, ১১ আগস্ট) চট্টগ্রামে এসএসসি ও দাখিলে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে জাহিদুল ইসলাম এসব কথা বলেন। এসময় ট্যাগিং ও প্রোপাগাণ্ডাকে গুরুত্ব না দেয়ার কথাও বলেন তিনি। অনুষ্ঠানটি নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জাহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা যেন দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী কৃতিত্ব অর্জন করতে পারে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিবির। গত ১৬ বছরে পাচার হওয়া অর্থে দেশের চার বারের বাজেট করা যেত।

শিবির সভাপতি রাজনীতির সত্যিকার অর্থ ব্যাখ্যা করে বলেন, ‘রাজনীতি মানে হাসিনা, ওবায়দুল কাদের যা করেছিল তা নয়; রাজনীতি হচ্ছে পুরো পৃথিবীকে পরিবর্তন করে দেয়া এবং নীতি নির্ধারণে ভূমিকা রাখা।’

অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা দেন এবং জুলাই শহিদদের রক্তের ঋণ স্বীকার করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার তুলে দেন জাহিদুল ইসলাম।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *