গুগলকে রেকর্ড ২৭০ কোটি ডলার জরিমানা

ক্রাইমবার্তা ডেস্করিপোর্টঃঅনলাইন ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০১৭, ১৯:১২:৪৪
বিশ্বের সবচেয়ে বড় সার্চ জায়ান্ট গুগলকে ২৭০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বিশ্বাস ভঙ্গের দায়ে অ্যান্টি ট্রাস্ট মামলায় ইইউয়ের অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রকেরা গুগলকে রেকর্ড পরিমান এ জরিমানা করে।

গুগলের বিরুদ্ধে অভিযোগ,  তারা সার্চ ফলাফলে প্রতিদ্বন্দ্বী অন্য কোম্পানির তুলনায় নিজেদের শপিং ব্যবসা বা কেনাবেচার ব্যবসাকে প্রথমদিকে প্রদর্শন করে।

গুগলের সাত বছরের কর্মপদ্ধতি পরীক্ষা করে এ জরিমানা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে এক ডজনের বেশি অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে নামে ইইউ। এতে গুগলের বিরুদ্ধে মনোপলি বা প্রতিদ্বন্দ্বীদের সেবা বন্ধ করে একচেটিয়া অবৈধ সুবিধা নেয়ার অভিযোগ করা হয়।

Please follow and like us:

Check Also

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, ২ মে পর্যন্ত থাকছে ছুটি

চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।