কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন, ট্রলার আটক

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় ট্রলারসহ গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের শহর আলীর ছেলে মাফুজুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১৪আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালি ও মাটি ব্যবস্থাপনা আইনে মাহফুজকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

অনাদায়ে তাকে দশদিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এ বিষয়ে বুড়িগেয়ালিনী, নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে নদ থেকে বালু উত্তোলন করাকালে মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিসহ বালি উত্তোলন করা ট্রলার জব্দ করা হয়।

তিনি আরো বলেন, কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন পরিবেশ ও নদের স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বুড়িগোয়ালিনী নৌ পুলিশ।
বলে জানান বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *