রাজাপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি সভা ও বিতর্ক প্রতিযোগীতা

ক্রাইমবার্তা রিপোট:রহিম রেজা, রাজাপুর (ঝালকাঠি) থেকে7‘পরিবার পরিকল্পনা জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে র‌্যালি, সভা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামানের নেতৃত্বে শহরে র‌্যালি, সভাকক্ষে সভা ও আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন দিন’র ব্যবস্থাপনায় বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউএনও আফরোজা বেগম পারুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ডা. মাহবুবুর রহমান, এবিএম মূসা, আবুল কালাম, মাকসুদা খানম প্রমুখ। আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কনসানড উইমেন ফর ফ্যামিলি ডেভলমেন্ট’র আয়োজনে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগীতা পরিবার পরিকল্পনাই জনসংখ্যা বিস্ফোরন প্রতিরোধের একমাত্র উপায় প্রতিপাদ্য বিষয়ে ওই স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থীরা বিপক্ষে এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীরা পক্ষে বিতর্ক করে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা বিজয়ী হন। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান মোল্লা প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান শিক্ষক ইনুন্নাহার বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাবু নিত্যানন্দ সাহা, সাংবাদিক রহিম রেজা, হুমায়ুন কবির, নরু মোল্লা, সীমা আক্তার, সুজন সূতার, সনিয়া আক্তার, রাকিবউজ্জামান, নাসরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।