শ্যামনগরের কৈখালী ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কৈখালী ইউপির সাবেক চেয়ারম্যান জি.এম রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে কৈখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম রেজাউল করিমের বিরুদ্ধে শ্যামনগর থানায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের একটি মামলা রয়েছে। মামলার আসামি হিসেবে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউপির সাবেক চেয়ারম্যান। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাতক্ষীরা—৪ আসনের সাবেক সংসদ সদস্য জুগলুল হায়দারের আস্থাভাজন ছিলেন।

প্রসঙ্গত, গত ৫ জুন সাতক্ষীরা—৪ আসনের সাবেক ৩ সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ২৯ নেতা—কর্মীর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়। শ্যামনগর পৌরসভার যাদবপুর গ্রামের মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তি ওই মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত রেজাউল করিম ওই মামলার ১২ নম্বর আসামি।

মামলা তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপরিদর্শক মোরসালিন অভিযান চালিয়ে রাত সাড়ে দশটার দিকে কৈখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। আবু সাইদ বিশ^াস
সাতক্ষীরা
১৬/৮/২৫
০১৭১২৩৩৩২৯৯

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *