মোসতাকীম হোসাইন,ধুলিহর:
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বেড়বাড়ি পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন হয়েছে। আজ ১৪ আগস্ট (শনিবার) সকাল সাড়ে ১০ টার দিকে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ ছাদের ঢালাই ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয় ।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. ইউনুস আলী সরদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মনিরুল ইসলাম(ফারুকী)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি মো. ইয়াসিন আলী,
সমগ্র কাজের তত্ত্বাবধায়ক মোঃ রবিউল ইসলাম (মন্টু),দৈনিক ক্রাইমবার্তার রিপোর্টার মোস্তাকিম হোসাইন, মাওলানা মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে নির্মাণ কাজে আর্থিক সহযোগীতাকারী দুবাই প্রবাসী মোহাম্মদ রবিউল ইসলাম মন্টুর মেয়ে ও জামাতার জন্য বিশেষ দোয়া এবং তাদের নেক হায়াত কামোনা করেন।
ক্রাইম বার্তা