সাতক্ষীরায় ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা ও শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যমের ব্যক্তিদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে সাতক্ষীরার বিক্ষুব্ধ ছাত্র-জনতা । শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে এসব সাংস্কৃতিক ও গণমাধ্যমের ব্যক্তিদের ছবিতে জুতা নিক্ষেপ করে তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার সাবেক আহবায়ক আরাফাত হোসাইন, আপ বাংলাদেশের আহ্বায়ক সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক আক্তারুল ইসলাম আক্তার ও যুগ্ম আহ্বায়ক ঝুমা মারিয়াম এবং যুগ্ম সদস্য সচিব তামিম হোসেন,জুলাই যোদ্ধা মোঃ বখতিয়ার হোসেনসহ বেশ কয়েকজন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী আপ বাংলাদেশের সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার , ‘বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার শুধু সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও ফ্যাসিজম কায়েম করেছিল। মুজিববাদী চেতনাকে ব্যবহার করে এই সাংস্কৃতিক ফ্যাসিজম গড়ে তোলা হয়েছিল।’

যুগ্ম আহ্বায়ক ঝুমা মারিয়াম অভিযোগ করেন, যে তারকারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে পোস্ট দিয়েছেন, তারা দেশে পুনরায় ‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠা করতে চাইছেন। এই কর্মসূচির মাধ্যমে তারা সেসব তারকাদের প্রতি তাদের অনাস্থা এবং ক্ষোভ প্রকাশ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, সিয়াম (এসপি ক্রিয়েশন), জাহের আলভি, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ, ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, আরস খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, সাকিব খান, স্বাধীন, পারসা মেহেজাবিন, কচি খন্দকার, মেহের আফরোজ শাওনসহ বিভিন্ন তারকার ছবিতে জুতা নিক্ষেপ করেন। এ সময় জুতা নিক্ষেপকারীরা তারকাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *