মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে দক্ষিণ শ্রীপুর প্রাইমারী স্কুল কেন্দ্রে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারী সাবেক ছাত্রনেতা মাওঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের উপজেলা সভাপতি আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার সালাহউদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মোমেন, ইউনিয়ন আমীর মাওঃ রওশন আলী প্রমুখ।
ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – বড় মন্ত্রিত্বের চেয়ার পাওয়ার জন্য আমাদের আহবান নয়, মহান আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার জন্য আহবান করছি। কোন স্বৈরাচার, জালিম যেন বাংলাদেশে তৈরি না হয় তার জন্য পাহারাদারীর দায়িত্ব পালন করতে হবে।
যুবকদের মাদক দিয়ে বিপথগামী করেছিল স্বৈরাচার গোষ্ঠী, ২৪ শের আন্দোলনের পরে আর কোন যুবককে বিপথগামী করা যাবেনা।
ক্রাইম বার্তা