দোকানদার বিহীন সততা স্টোর শিক্ষার্থীদের সততা চর্চায় ও দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখবে-জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সকল উপজেলাধীন নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সততা স্টোরের অনুকূলে দুর্নীতি দমন কমিশন খুলনার পক্ষ থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় শহরের লেকভিউ কনফারেন্স রুমে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার অর্থায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মুহা: আবুল খায়ের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এ প্রজন্মের শিক্ষার্থীদের সততা চর্চায় শিক্ষা প্রতিষ্ঠানে দোকানদার বিহীন এই সততা স্টোর অগ্রণী ভূমিকা রাখবে। দুর্নীতি প্রতিরোধে সততা ও নীতি নৈতিকতা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পেয়ে থাকে শিক্ষার্থীরা। সততা স্টোর সততা চর্চায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিবেকবান হিসেবে গড়ে তুলবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. মহাসীন আলী প্রমুখ। সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশন খুলনার পক্ষ থেকে সততা স্টোরের অনুকূলে ২৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকার অর্থ প্রদান করা হয়। আলোচনা সভা শেষে জেলার সাতক্ষীরা উপজেলার নির্বাচিত ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে সততা স্টোরের অনুকূলে বরাদ্দকৃত অর্থ প্রদান করা হয়। এ সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও নির্বাচিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠােনর প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সমগ্র সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *