সাতক্ষীরা- খুলনা মহাসড়কে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

ডুমুরিয়ায় ইজিবাইক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৪ জন নিহত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইজিবাইক চালক ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোজাহিদুর মোড়ল, ইজিবাইক যাত্রী উপজেলার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন, বাগদাড়ি গ্রামের মোহাম্মদ রুস্তম আলী খান ও উপজেলার সাহস ইউনিয়নের হাফিজুর রহমান নিহত হয়।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ ও ডুমুরিয়া হাসপাতালে প্রেরণ করে।

জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১১-৪৬৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা নামক স্থানে খুলনাগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে দুই জন এবং হাসপাতালে  নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা এবং সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঘটনাস্থলে ২ জন এবং খুলনায় নেওয়ার ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় খুলনা–সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় চলাচল স্বাভাবিক করা হয়।  এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *