নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের ৪ দিন পর ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭) সকালে কলারোয়া উপজেলার কাজির হাট কলেজের সামনের একটি মৎস্যঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমরান হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
নিহতের মা আমেনা বেগম জানান, গত ২৪ আগস্ট তার কাছের বন্ধু রিপন তাকে মোবাইল ফোনে ডাকে। যাওয়ার সময় বলে যায় বাজার থেকে আসার সময় মেয়ের জন্য স্কুল ব্যাগ এবং বেদানা নিয়ে বাড়ি ফিরবো। এরপর থেকে আর ছেলের কোন খবর পাওয়া যায়নি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, গত ২৪ আগস্ট থেকে ইমরান হোসেন নিখোঁজ ছিলো। মঙ্গলবার (২৬ আগস্ট) পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল। বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এবং কারা ঘটিয়েছে সেটি তদন্তের পর জানা যাবে।

আবু সাইদ বিশ^াস
সাতক্ষীরা
২৭/৮/২৫

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *