সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরায় জুলাই আগস্ট বিপ্লব ২৪ স্মরণে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ কাওয়ালী সন্ধা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রুবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার চেয়ারম্যান মুহাঃ আল মামুন।
কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার পরিচালক শারাফাতের সভাপতিত্ব অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধায় অন্যান্যের মধ্যে কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর ভাইচ চেয়ারম্যান মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক সন্ধ্যায় গান, নাটক ও আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদদের প্রতি। পরিবেশিত অনুষ্ঠানের মধ্যে ছিল হামদ ও নাত, দ্রোহের গান, ‘জুলাই’র গান, দেশাত্মবোধক গান, ফোক গান, প্যারোডি এবং কাওয়ালী।
অনুষ্ঠানে দর্শকদের বিপুল সাড়া ও উপস্থিতি ছিল লক্ষণীয়। শহীদ আব্দুর রাজ্জাক পাক কানায় কানায় পরিপূর্ণ হয়ে য়ায়।
আয়োজকেরা জানান, প্রতিবছর এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে ইসলামিক সামাজিক সচেতনতা ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য।
ক্রাইম বার্তা