কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে স্থানীয় গণমাধ্যম কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় কালিগঞ্জ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে কালিগঞ্জ সাংবাদিক ফোরাম। সংগঠনের সভাপতি ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
সাংবাদিক ফোরামের সেক্রেটারি মো. আফজাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক টিভির সাবেক জেলা প্রতিনিধি এবং দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মো. আবু সাঈদ বিশ্বাস, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, দৈনিক আলোর পরশের কৃষি বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন, নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম, সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি গাজী মিজানুর রহমান ও সহসভাপতি ডা. শরিফুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক যুগে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব ও ভূমিকা বহুমাত্রিক। সঠিক তথ্য সংগ্রহ, যাচাই ও উপস্থাপনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। এজন্য পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি।
এসময় স্থানীয় সাংবাদিকদের জন্য সংবাদ লেখা, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা ও সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেয়া হয়।
কর্মশালায় কালিগঞ্জ উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *